Friday, 1 May 2015

★THE AMAZING GLACIER CAVE★

Glacier Cave হল এক ধরনের Cave যেটি হিমবাহের বরফের মধ্যে গঠিত হয়। অনেকে Glacier Cave-কে Ice Cave বলে ভুল করেন (কারণ, Ice Cave হল একপ্রকার Bedrock Cave, যেগুলি সারাবছর বরফ দ্বারা পূর্ণ থাকে।)


→ বেশিরভাগ Glacier Cave সৃষ্টি হয়, হিমবাহের পৃষ্টদেশ বা নিচে দিয়ে প্রবাহিত জলধারার ক্ষয়ের ফলে বরফ গলে গিয়ে।

অনেক সময় ভূতাপীয় কার্যকলাপের ফলেও হিমবাহের বরফ গলে গিয়ে এই ধরনের গুহা সৃষ্টি হতে পারে।

→ Glacier Cave এর দৈর্ঘ্য ক্ষুদ্র থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। যেমন- Iceland এর Vatnajokull Glacier এর Kverkfjoll Glacier Cave প্রায় 3 Km দীর্ঘ।
Glaciologists-দের হিমবাহের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে ভীষন ভাবে সাহায্য করে এই Glacier Cave।
★The Study of Glacier Cave is Sometimes Called "GLACIOSPELEOLOGY".