Friday, 27 March 2015

★ VICTORIA FALLS :-

→পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত হল আফ্রিকার বিশ্ব বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। জাম্বেসি নদী থেকে উৎপত্তি লাভ করা এই জলপ্রপাতটি আফ্রিকার দক্ষিণে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত। আক্ষরিক অর্থে ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান জাম্বিয়ায় হলেও জলপ্রপাতটির মূল সৌন্দর্য উপভোগ করা যায় জিম্বাবুয়ে থেকে।
→ভিক্টোরিয়া জলপ্রপাতটি 108 মিটার উচ্চ এবং 1708 মিটার চওড়া। প্রতি সেকেন্ডে এই জলপ্রপাত দিয়ে 38,430 ঘনফুট জল নিচে গড়িয়ে পড়ে। আর এই হিসেবে এটিকে পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত বলে গণ্য করা হয়।
1855 সালের 16 নভেম্বর Scottish পর্যটক David Livingston এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। তিনি ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার সম্মানার্থে এই জলপ্রপাতটির নাম দেন "Victoria Falls". যেখান থেকে লিভিংস্টোন ভিক্টোরিয়া জলপ্রপাত দেখেছিলেন, তা বর্তমানে 'লিভিংস্টোন দ্বীপ' নামে পরিচিত।
→স্থানীয় বাসিন্দাদের কাছে ভিক্টোরিয়া জলপ্রপাত "মসি-ওয়া-তুনয়া" নামেও পরিচিত। এর অর্থ ‘বজ্র সৃষ্টিকারী মেঘ’।
→এই জলপ্রপাত থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জল প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় 10-12 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এর গর্জন 40 কিমি দূর থেকে শোনা যায়।।

Tuesday, 17 March 2015

★UNDERWATER WATERFALL, MAURITIUS ISLAND:→

Mauritius Island আফ্রিকা মহাদেশের 2000 Km দক্ষিণ পূর্বে (মাদাগাস্কার দ্বীপের পূর্বে) ভারত মহাসাগরে অবস্থিত। এই Mauritius Island এর একমাত্র আকর্ষণ হল Underwater Waterfall.

→এই Underwater Waterfall প্রকৃতপক্ষে Waterfall নয়। এটি আসলে আমাদের চোখের ভুল (Optical Illusion)। নীচের ছবিতে যে Unique দৃশ্য দেখা যাচ্ছে তা আসলে বালির (Sand) কারসাজি। সমুদ্র স্রোতের দ্বারা Mauritius Island এর coastal shelf এর বালু কণা গভীর সমুদ্রে বাহিত হয়, যা দেখতে জলপ্রপাতের মতো হয়।।

Saturday, 7 March 2015

★ SKY PUNCH→

➫ SKY PUNCH একটি বিরল আবহাওয়া জনিত ঘটনা। তবে, কুসংস্কার আচ্ছন্ন কেউ কেউ একে ” the end of the world” বা পৃথিবীর অবসান বলেও মনে করেন! ইংরেজীতে এর আরও অনেক নাম রয়েছে যেমন- ’Fallstreak Hole,Hole Punch Cloud, Punch Hole Cloud, Canal Cloud বা Cloud Hole.'

➫ ছবিতে মেঘের মাঝে SKY PUNCH আসলে এটি আর কিছুই নয়,অধিক উচ্চতার Cirro-Cumulo-Stratus, যা কিনা উপরে বরফের স্ফটিক তৈরি করে এরপর নিচে মেঘাবরণকে অনেকটা ঘুষির আকারে সরিয়ে দিয়ে একটি গর্ত গঠন করে, যা আসলেই বড় অদ্ভুত। আকাশে এ ধরণের গর্ত তৈরি হয় তখন, যখন মেঘের তাপমাত্রা হিমাংকের নিচে থাকলেও বরফের কণার (Ice Nucleation Particle) অভাবে জল জমাট বাঁধতে পারে না। একে বারজেরন (Bergeron) প্রক্রিয়া বলে, এর জন্য মেঘে চলতে থাকা ডমিনো ইফেক্ট (Domino effect) একেরপর এক সংঘটিত হতে থাকা চেইন বিক্রিয়া ও বন্ধ হয়ে যায় এবং তৈরি হওয়া বরফ স্ফটিকের চারপাশে জল বাষ্পীভূত হয় এবং এভাবে প্রায়ই আকাশে মেঘের মাঝে এমন গর্ত দেখা যায়। নীচে কিছু Wispy গুচ্ছাকারে মেঘ দেখা যায় যেগুলো সম্ভবত ভারী বরফ স্ফটিক মাটিতে পৌঁছার আগেই বাষ্পীভূত হয়ে যায়।

➫ আকাশে বিমান চলাচলের ফলে পাখার পেছনে অতি দ্রুত চাপ কমে গিয়ে এ Skypunch মাঝে মাঝে গঠিত হতে পারে।।

Thursday, 5 March 2015

HORIZONTAL FALLS,AUSTRALIA →

Please Like Us on FB - www.facebook.com/allbengeostu
1)
2)
3)