Tuesday, 17 March 2015

★UNDERWATER WATERFALL, MAURITIUS ISLAND:→

Mauritius Island আফ্রিকা মহাদেশের 2000 Km দক্ষিণ পূর্বে (মাদাগাস্কার দ্বীপের পূর্বে) ভারত মহাসাগরে অবস্থিত। এই Mauritius Island এর একমাত্র আকর্ষণ হল Underwater Waterfall.

→এই Underwater Waterfall প্রকৃতপক্ষে Waterfall নয়। এটি আসলে আমাদের চোখের ভুল (Optical Illusion)। নীচের ছবিতে যে Unique দৃশ্য দেখা যাচ্ছে তা আসলে বালির (Sand) কারসাজি। সমুদ্র স্রোতের দ্বারা Mauritius Island এর coastal shelf এর বালু কণা গভীর সমুদ্রে বাহিত হয়, যা দেখতে জলপ্রপাতের মতো হয়।।

No comments:

Post a Comment