Saturday 7 March 2015

★ SKY PUNCH→

➫ SKY PUNCH একটি বিরল আবহাওয়া জনিত ঘটনা। তবে, কুসংস্কার আচ্ছন্ন কেউ কেউ একে ” the end of the world” বা পৃথিবীর অবসান বলেও মনে করেন! ইংরেজীতে এর আরও অনেক নাম রয়েছে যেমন- ’Fallstreak Hole,Hole Punch Cloud, Punch Hole Cloud, Canal Cloud বা Cloud Hole.'

➫ ছবিতে মেঘের মাঝে SKY PUNCH আসলে এটি আর কিছুই নয়,অধিক উচ্চতার Cirro-Cumulo-Stratus, যা কিনা উপরে বরফের স্ফটিক তৈরি করে এরপর নিচে মেঘাবরণকে অনেকটা ঘুষির আকারে সরিয়ে দিয়ে একটি গর্ত গঠন করে, যা আসলেই বড় অদ্ভুত। আকাশে এ ধরণের গর্ত তৈরি হয় তখন, যখন মেঘের তাপমাত্রা হিমাংকের নিচে থাকলেও বরফের কণার (Ice Nucleation Particle) অভাবে জল জমাট বাঁধতে পারে না। একে বারজেরন (Bergeron) প্রক্রিয়া বলে, এর জন্য মেঘে চলতে থাকা ডমিনো ইফেক্ট (Domino effect) একেরপর এক সংঘটিত হতে থাকা চেইন বিক্রিয়া ও বন্ধ হয়ে যায় এবং তৈরি হওয়া বরফ স্ফটিকের চারপাশে জল বাষ্পীভূত হয় এবং এভাবে প্রায়ই আকাশে মেঘের মাঝে এমন গর্ত দেখা যায়। নীচে কিছু Wispy গুচ্ছাকারে মেঘ দেখা যায় যেগুলো সম্ভবত ভারী বরফ স্ফটিক মাটিতে পৌঁছার আগেই বাষ্পীভূত হয়ে যায়।

➫ আকাশে বিমান চলাচলের ফলে পাখার পেছনে অতি দ্রুত চাপ কমে গিয়ে এ Skypunch মাঝে মাঝে গঠিত হতে পারে।।

No comments:

Post a Comment