Friday, 24 April 2015

★NASA REVEALES- WHY THE SUN'S ATMOSPHERE IS SO MUCH HOTTER THAN ITS SURFACE ★


→ যদিও বিজ্ঞানীরা বহু বছর আগে আবিষ্কার করেছিলেন যে The Sun's Atmosphere, সূর্যের Surface এর তুলনায় বেশি উষ্ণ, তবু তারা এর সাপেক্ষে প্রমান দিতে পারেন নি। কিন্তু সম্প্রতি NASA -র বিঞ্জানীরা এর সাপেক্ষে জোরালো যুক্তি উত্থাপন করেছেন।

→ সূর্য হল Solar System এর মধ্যবর্তী একটি নক্ষত্র। যার ব্যাস 1,392,684 Km. (865,374 miles), যা পৃথিবীর ব্যসের থেকে **109 গুন বড়ো। সূর্যের ভর (1.989*1030 Kg, যা পৃথিবীর ভরের তুলনায় প্রায় 330,000 গুন বেশি) Total Solar System এর ভরের প্রায় 99.86%।

→ সূর্যের Surface কে বলা গয়
Photosphere, যার তাপমাত্রা 5,505 ডিগ্রী C। কিন্তু সূর্যের Atmosphere, যা Corona নামে পরিচিত, তার তাপমাত্রা কয়েক Million degree Celsius এ পৌঁছায়।

→ এর কারণ খুঁজতে
NASA 23 April, 2013 তে সূর্যের দিকে একটি Rocket পাঠায়। এই Rocket এ ছিল একটি Super Sensitive Spectrograph, যেটি সূর্যের Active Region থেকে নির্গত বিভিন্ন Wavelength এর lights কে Record করে NASA Research Team এর কাছে পাঠায়।

→ যার উপর ভিত্তি করে NASA-র বিজ্ঞানীরা বলেন যে,
সূর্য থেকে প্রতি 1.3 Second এ নির্গত NANOFLARES, যা Plasma (আয়নিত গ্যাস) কে উষ্ণ করে দিচ্ছে, আর যার ফলে The Sun's Atmosphere এর তাপমাত্রা 10 million degree Celsius এরও অধিক বৃদ্ধি পায়**।।।

Thursday, 16 April 2015

★★LIST OF AGRICULTURAL REVOLUTION IN INDIA★★

★Black Revolution→ Petroleum production.

★Brown Revolution→ Leather production.

★Blue Revolution→ Fish production

★Evergreen Revolution→ Over all Agricultural Development.

★Green Revolution→ Food grains.

★Golden Revolution→ Horticulture/Fruits/Honey.

★Golden Fibre Revolution→ Jute production.

★Grey Revolution→ Fertiliser.

★Pink Revolution→ Onion production/Drugs & Pharmaceuticals/Prawn production.

★Rainbow Revolution→ Agricultural production.

★Red Revolution→ Meat and Tomato production.

★Round Revolution→ Potato production.

★Silver Revolution→ Egg/poultry production.

★Silver Fiber Revolution→ Cotton production.

★White Revolution→ Milk production

★Yellow Revolution→ Oilseeds production.

★LIST OF IMPORTANT INTERNATIONAL BOUNDARY LINES OF THE WORLD★

1.Boundary line between Pakistan and Afghanistan demarcated by Sir Mortimer Durand in the year 1896 is called→ Durand Line.

2.Boundary line between India and China demarcated by Sir Henry McMohan in the year1914 is called→ McMohan Line.

3.Boundary line between India and Pakistan demarcated by Sir Cyril Radcliffe in the year 1947 is called→ Radcliffe Line.

4.Line of fortification drawn by Germany on its border with France is called→ Seigfried Line.

5.The line which defined the boundary between North Vietnam and South Vietnam before the two were united in the year 1976 is called→ 17th Parallel.

6.The line which Pakistan claims should be the actual demarcation between India and Pakistan is called→ 24th Parallel.

7.Boundary line between Libya and Sudan is called→ 20th Parallel North.

8.Boundary line between Egypt and Sudan is called→ 22nd Parallel North.

9.Boundary line between North Korea and South Korea is called→ 38th Parallel.

10.Boundary line between USA and Canada is called→ 49th Parallel.

11.Boundary line between France and Germany is called→ Maginot Line.

Sunday, 12 April 2015

★★NICKNAME OF SOME PLACE★★


1)অন্ধকারাচ্ছন্ন মহাদেশ → আফ্রিকা
2)আগুনের দ্বীপ → আইসল্যাণ্ড
3)ইউরোপের ক্রীড়াঙ্গন → তুরস্ক
4)ইউরোপের রণক্ষেত্র → সুইজারল্যাণ্ড
5)ইউরোপের ককপিট → বেলজিয়াম

6)ইংল্যাণ্ডের বাগান → কেন্ট
7)উত্তরের ভেনিস → স্টকহোম
8)উদ্যানের শহর → শিকাগো
9)গগনচুম্বী অট্টালিকারর দেশ → নিউইয়র্ক
10)গ্রানাইটেরর শহর → এবারডন

11)চিরবসন্তের নগরী → কুটো,ইকুয়েডর
12)চির শান্তির শহর → রোম
13)চির সবুজের দেশ → নাটাল
14)চিনের দুঃখ → হোয়াংহো নদী
15)জাকজমকের নগরী → নিউইয়র্ক

16)দক্ষিণের গ্রেট ব্রিটেন → নিউজিল্যাণ্ড
17)দক্ষিণ ভারতের উদ্যান → তাঞ্জোর
18)দক্ষিণের রাণী → সিডনি,অস্টেলিয়া
19)দ্বীপের নগরী → ভেনিস
20)দ্বীপের মহাদেশ → ওশিয়ানিয়া

21)নিশ্চুপ সড়ক শহর → ভেনিস
22)নিষিদ্ধ শহর → লাসা,তিব্বত
23)নিশীথ সূর্যের দেশ → নরওয়ে
24)নীরব শহর → রোম
25)চিনের নীলনদ → ইয়াং-সি-কিয়াং

26)পঞ্চনদের দেশ → পাঞ্জাব
27)পবিত্র পাহাড় → ফুজিয়ামা,জাপান
28)পবিত্র ভূমি → জেরুজালেম
29)পবিত্র দেশ → ফিলিস্তিন
30)পশুপালনের দেশ → তুর্কিস্তান

31)পশ্চিমের জিব্রাল্টার → কুইবেক
32)পাকিস্তানের প্রবেশদ্বার → করাচী
33)পান্নার দ্বীপ → আয়ারল্যাণ্ড
34)পিরামিডের দেশ → মিশর
35)পোপের শহর → রোম

36)প্রাচীরেরর দেশ → চিন
37)প্রাচ্যের ডান্ডি → নারায়ণগঞ্জ
38)প্রাচ্যের ভেনিস → ব্যাংকক
39)প্রাচ্যের গ্রেট ব্রিটেন → জাপান
40)বিশ্বের চিনির পাত্র → কিউবা

41)বজ্রপাতের দেশ → ভূটান
42)প্রাচ্যের ম্যানচেস্টার → ওসাকা,জাপান
43)বাতাসের শহর → শিকাগো
44)বাজারের শহর → কায়রো
45)বাংলার ভেনিস → বরিশাল

46)ভাটির দেশ → বাংলাদেশ
47)ভারতের উদ্যান → লখনউ
48)ভূ-স্বর্গ → কাশ্মীর
49)ভূমধ্যসাগরের প্রবেশদ্বার → জিব্রাল্টার
50)বিশ্বের রুচির ঝুড়ি → প্রেইরি, USA.

★★★------------------------★★★
LIKE US ON FB→ www.facebook.com/allbengeostu

Saturday, 4 April 2015

★TRI-COLORED CRATER LAKES: KELIMUTU VOLCANO, INDONESIA★


Kelimutu হল Indonesia-র Flores Island এর Moni গ্রামের নিকটে অবস্থিত একটি Volcano. এই Volcano টি তিনটি ভিন্ন রঙের Crater Lakes এর সমন্বয়ে গঠিত।

➫ এখানকার স্থানীয় মানুষেরা মনে করেন মৃত ব্যক্তিদের আত্মা তাদের কর্মফল অনুসারে এই Lake গুলিতে আশ্রয় লাভ করে। স্থানীয় মানুষেরা Lake গুলির নামকরণ করেছেন-
i) Tiwu Ata Mbupa- যেখানে মৃত বয়স্ক ও জ্ঞানী ব্যক্তিদের আত্মা থাকে।
ii) Tiwu Nuwa Muri Koo Fai- যেখানে মৃত যুবক ও যুবতীদের আত্মা থাকে।
iii) Tiwu Ata Polo- যেখানে পাপী ব্যক্তিদের আত্মা থাকে।

Kelimutu Volcano-র পশ্চিম দিকে রয়েছে Tiwu Ata Mbupa (The Lake of Old People), যার জলের রং সাধারণত Blue. অপর দুটি Crater Lakes একটি প্রাচীর দ্বারা পরস্পর বিচ্ছিন্ন। Tiwu Nuwa Muri Koo Fai (The Lake of Young Men & Maidens), যার জলের রঙ সাধারণত Green. তৃতীয়ত, Tiwu Ata Polo (The Enchanted Lake), যার জলের রঙ সাধারণত Bloody Red হয়। তবে ছবিতে এর রঙ Olive Color.

➫ উল্লেখ্য যে, তিনটি Lake এর জলের রঙ বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে। স্থানীয় মানুষেরা মনে করেন, সেখানে বসবাসকারী আত্মাদের Mood এর ওপর জলের রঙ নির্ভর করে। তবে, বিজ্ঞানীদের মতে, Underwater Fumaroles থেকে নির্গত বিভিন্ন গ্যাস ও বাষ্প যেমন- Sulfur dioxide, Hydrogen Chloride, Sulfide, Carbon dioxide ইত্যাদির কারনে এই তিনটি Crater Lake এর জলের রঙ বিভিন্ন সময় পরিবর্তিত হয়ে থাকে।