→ যদিও বিজ্ঞানীরা বহু বছর আগে আবিষ্কার করেছিলেন যে The Sun's Atmosphere, সূর্যের Surface এর তুলনায় বেশি উষ্ণ, তবু তারা এর সাপেক্ষে প্রমান দিতে পারেন নি। কিন্তু সম্প্রতি NASA -র বিঞ্জানীরা এর সাপেক্ষে জোরালো যুক্তি উত্থাপন করেছেন।
→ সূর্য হল Solar System এর মধ্যবর্তী একটি নক্ষত্র। যার ব্যাস 1,392,684 Km. (865,374 miles), যা পৃথিবীর ব্যসের থেকে **109 গুন বড়ো। সূর্যের ভর (1.989*1030 Kg, যা পৃথিবীর ভরের তুলনায় প্রায় 330,000 গুন বেশি) Total Solar System এর ভরের প্রায় 99.86%।
→ সূর্যের Surface কে বলা গয় Photosphere, যার তাপমাত্রা 5,505 ডিগ্রী C। কিন্তু সূর্যের Atmosphere, যা Corona নামে পরিচিত, তার তাপমাত্রা কয়েক Million degree Celsius এ পৌঁছায়।
→ এর কারণ খুঁজতে NASA 23 April, 2013 তে সূর্যের দিকে একটি Rocket পাঠায়। এই Rocket এ ছিল একটি Super Sensitive Spectrograph, যেটি সূর্যের Active Region থেকে নির্গত বিভিন্ন Wavelength এর lights কে Record করে NASA Research Team এর কাছে পাঠায়।
→ যার উপর ভিত্তি করে NASA-র বিজ্ঞানীরা বলেন যে, সূর্য থেকে প্রতি 1.3 Second এ নির্গত NANOFLARES, যা Plasma (আয়নিত গ্যাস) কে উষ্ণ করে দিচ্ছে, আর যার ফলে The Sun's Atmosphere এর তাপমাত্রা 10 million degree Celsius এরও অধিক বৃদ্ধি পায়**।।।
No comments:
Post a Comment