Friday 1 May 2015

★THE AMAZING GLACIER CAVE★

Glacier Cave হল এক ধরনের Cave যেটি হিমবাহের বরফের মধ্যে গঠিত হয়। অনেকে Glacier Cave-কে Ice Cave বলে ভুল করেন (কারণ, Ice Cave হল একপ্রকার Bedrock Cave, যেগুলি সারাবছর বরফ দ্বারা পূর্ণ থাকে।)


→ বেশিরভাগ Glacier Cave সৃষ্টি হয়, হিমবাহের পৃষ্টদেশ বা নিচে দিয়ে প্রবাহিত জলধারার ক্ষয়ের ফলে বরফ গলে গিয়ে।

অনেক সময় ভূতাপীয় কার্যকলাপের ফলেও হিমবাহের বরফ গলে গিয়ে এই ধরনের গুহা সৃষ্টি হতে পারে।

→ Glacier Cave এর দৈর্ঘ্য ক্ষুদ্র থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। যেমন- Iceland এর Vatnajokull Glacier এর Kverkfjoll Glacier Cave প্রায় 3 Km দীর্ঘ।
Glaciologists-দের হিমবাহের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে ভীষন ভাবে সাহায্য করে এই Glacier Cave।
★The Study of Glacier Cave is Sometimes Called "GLACIOSPELEOLOGY".

Friday 24 April 2015

★NASA REVEALES- WHY THE SUN'S ATMOSPHERE IS SO MUCH HOTTER THAN ITS SURFACE ★


→ যদিও বিজ্ঞানীরা বহু বছর আগে আবিষ্কার করেছিলেন যে The Sun's Atmosphere, সূর্যের Surface এর তুলনায় বেশি উষ্ণ, তবু তারা এর সাপেক্ষে প্রমান দিতে পারেন নি। কিন্তু সম্প্রতি NASA -র বিঞ্জানীরা এর সাপেক্ষে জোরালো যুক্তি উত্থাপন করেছেন।

→ সূর্য হল Solar System এর মধ্যবর্তী একটি নক্ষত্র। যার ব্যাস 1,392,684 Km. (865,374 miles), যা পৃথিবীর ব্যসের থেকে **109 গুন বড়ো। সূর্যের ভর (1.989*1030 Kg, যা পৃথিবীর ভরের তুলনায় প্রায় 330,000 গুন বেশি) Total Solar System এর ভরের প্রায় 99.86%।

→ সূর্যের Surface কে বলা গয়
Photosphere, যার তাপমাত্রা 5,505 ডিগ্রী C। কিন্তু সূর্যের Atmosphere, যা Corona নামে পরিচিত, তার তাপমাত্রা কয়েক Million degree Celsius এ পৌঁছায়।

→ এর কারণ খুঁজতে
NASA 23 April, 2013 তে সূর্যের দিকে একটি Rocket পাঠায়। এই Rocket এ ছিল একটি Super Sensitive Spectrograph, যেটি সূর্যের Active Region থেকে নির্গত বিভিন্ন Wavelength এর lights কে Record করে NASA Research Team এর কাছে পাঠায়।

→ যার উপর ভিত্তি করে NASA-র বিজ্ঞানীরা বলেন যে,
সূর্য থেকে প্রতি 1.3 Second এ নির্গত NANOFLARES, যা Plasma (আয়নিত গ্যাস) কে উষ্ণ করে দিচ্ছে, আর যার ফলে The Sun's Atmosphere এর তাপমাত্রা 10 million degree Celsius এরও অধিক বৃদ্ধি পায়**।।।

Thursday 16 April 2015

★★LIST OF AGRICULTURAL REVOLUTION IN INDIA★★

★Black Revolution→ Petroleum production.

★Brown Revolution→ Leather production.

★Blue Revolution→ Fish production

★Evergreen Revolution→ Over all Agricultural Development.

★Green Revolution→ Food grains.

★Golden Revolution→ Horticulture/Fruits/Honey.

★Golden Fibre Revolution→ Jute production.

★Grey Revolution→ Fertiliser.

★Pink Revolution→ Onion production/Drugs & Pharmaceuticals/Prawn production.

★Rainbow Revolution→ Agricultural production.

★Red Revolution→ Meat and Tomato production.

★Round Revolution→ Potato production.

★Silver Revolution→ Egg/poultry production.

★Silver Fiber Revolution→ Cotton production.

★White Revolution→ Milk production

★Yellow Revolution→ Oilseeds production.

★LIST OF IMPORTANT INTERNATIONAL BOUNDARY LINES OF THE WORLD★

1.Boundary line between Pakistan and Afghanistan demarcated by Sir Mortimer Durand in the year 1896 is called→ Durand Line.

2.Boundary line between India and China demarcated by Sir Henry McMohan in the year1914 is called→ McMohan Line.

3.Boundary line between India and Pakistan demarcated by Sir Cyril Radcliffe in the year 1947 is called→ Radcliffe Line.

4.Line of fortification drawn by Germany on its border with France is called→ Seigfried Line.

5.The line which defined the boundary between North Vietnam and South Vietnam before the two were united in the year 1976 is called→ 17th Parallel.

6.The line which Pakistan claims should be the actual demarcation between India and Pakistan is called→ 24th Parallel.

7.Boundary line between Libya and Sudan is called→ 20th Parallel North.

8.Boundary line between Egypt and Sudan is called→ 22nd Parallel North.

9.Boundary line between North Korea and South Korea is called→ 38th Parallel.

10.Boundary line between USA and Canada is called→ 49th Parallel.

11.Boundary line between France and Germany is called→ Maginot Line.

Sunday 12 April 2015

★★NICKNAME OF SOME PLACE★★


1)অন্ধকারাচ্ছন্ন মহাদেশ → আফ্রিকা
2)আগুনের দ্বীপ → আইসল্যাণ্ড
3)ইউরোপের ক্রীড়াঙ্গন → তুরস্ক
4)ইউরোপের রণক্ষেত্র → সুইজারল্যাণ্ড
5)ইউরোপের ককপিট → বেলজিয়াম

6)ইংল্যাণ্ডের বাগান → কেন্ট
7)উত্তরের ভেনিস → স্টকহোম
8)উদ্যানের শহর → শিকাগো
9)গগনচুম্বী অট্টালিকারর দেশ → নিউইয়র্ক
10)গ্রানাইটেরর শহর → এবারডন

11)চিরবসন্তের নগরী → কুটো,ইকুয়েডর
12)চির শান্তির শহর → রোম
13)চির সবুজের দেশ → নাটাল
14)চিনের দুঃখ → হোয়াংহো নদী
15)জাকজমকের নগরী → নিউইয়র্ক

16)দক্ষিণের গ্রেট ব্রিটেন → নিউজিল্যাণ্ড
17)দক্ষিণ ভারতের উদ্যান → তাঞ্জোর
18)দক্ষিণের রাণী → সিডনি,অস্টেলিয়া
19)দ্বীপের নগরী → ভেনিস
20)দ্বীপের মহাদেশ → ওশিয়ানিয়া

21)নিশ্চুপ সড়ক শহর → ভেনিস
22)নিষিদ্ধ শহর → লাসা,তিব্বত
23)নিশীথ সূর্যের দেশ → নরওয়ে
24)নীরব শহর → রোম
25)চিনের নীলনদ → ইয়াং-সি-কিয়াং

26)পঞ্চনদের দেশ → পাঞ্জাব
27)পবিত্র পাহাড় → ফুজিয়ামা,জাপান
28)পবিত্র ভূমি → জেরুজালেম
29)পবিত্র দেশ → ফিলিস্তিন
30)পশুপালনের দেশ → তুর্কিস্তান

31)পশ্চিমের জিব্রাল্টার → কুইবেক
32)পাকিস্তানের প্রবেশদ্বার → করাচী
33)পান্নার দ্বীপ → আয়ারল্যাণ্ড
34)পিরামিডের দেশ → মিশর
35)পোপের শহর → রোম

36)প্রাচীরেরর দেশ → চিন
37)প্রাচ্যের ডান্ডি → নারায়ণগঞ্জ
38)প্রাচ্যের ভেনিস → ব্যাংকক
39)প্রাচ্যের গ্রেট ব্রিটেন → জাপান
40)বিশ্বের চিনির পাত্র → কিউবা

41)বজ্রপাতের দেশ → ভূটান
42)প্রাচ্যের ম্যানচেস্টার → ওসাকা,জাপান
43)বাতাসের শহর → শিকাগো
44)বাজারের শহর → কায়রো
45)বাংলার ভেনিস → বরিশাল

46)ভাটির দেশ → বাংলাদেশ
47)ভারতের উদ্যান → লখনউ
48)ভূ-স্বর্গ → কাশ্মীর
49)ভূমধ্যসাগরের প্রবেশদ্বার → জিব্রাল্টার
50)বিশ্বের রুচির ঝুড়ি → প্রেইরি, USA.

★★★------------------------★★★
LIKE US ON FB→ www.facebook.com/allbengeostu

Saturday 4 April 2015

★TRI-COLORED CRATER LAKES: KELIMUTU VOLCANO, INDONESIA★


Kelimutu হল Indonesia-র Flores Island এর Moni গ্রামের নিকটে অবস্থিত একটি Volcano. এই Volcano টি তিনটি ভিন্ন রঙের Crater Lakes এর সমন্বয়ে গঠিত।

➫ এখানকার স্থানীয় মানুষেরা মনে করেন মৃত ব্যক্তিদের আত্মা তাদের কর্মফল অনুসারে এই Lake গুলিতে আশ্রয় লাভ করে। স্থানীয় মানুষেরা Lake গুলির নামকরণ করেছেন-
i) Tiwu Ata Mbupa- যেখানে মৃত বয়স্ক ও জ্ঞানী ব্যক্তিদের আত্মা থাকে।
ii) Tiwu Nuwa Muri Koo Fai- যেখানে মৃত যুবক ও যুবতীদের আত্মা থাকে।
iii) Tiwu Ata Polo- যেখানে পাপী ব্যক্তিদের আত্মা থাকে।

Kelimutu Volcano-র পশ্চিম দিকে রয়েছে Tiwu Ata Mbupa (The Lake of Old People), যার জলের রং সাধারণত Blue. অপর দুটি Crater Lakes একটি প্রাচীর দ্বারা পরস্পর বিচ্ছিন্ন। Tiwu Nuwa Muri Koo Fai (The Lake of Young Men & Maidens), যার জলের রঙ সাধারণত Green. তৃতীয়ত, Tiwu Ata Polo (The Enchanted Lake), যার জলের রঙ সাধারণত Bloody Red হয়। তবে ছবিতে এর রঙ Olive Color.

➫ উল্লেখ্য যে, তিনটি Lake এর জলের রঙ বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে। স্থানীয় মানুষেরা মনে করেন, সেখানে বসবাসকারী আত্মাদের Mood এর ওপর জলের রঙ নির্ভর করে। তবে, বিজ্ঞানীদের মতে, Underwater Fumaroles থেকে নির্গত বিভিন্ন গ্যাস ও বাষ্প যেমন- Sulfur dioxide, Hydrogen Chloride, Sulfide, Carbon dioxide ইত্যাদির কারনে এই তিনটি Crater Lake এর জলের রঙ বিভিন্ন সময় পরিবর্তিত হয়ে থাকে।

Friday 27 March 2015

★ VICTORIA FALLS :-

→পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত হল আফ্রিকার বিশ্ব বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। জাম্বেসি নদী থেকে উৎপত্তি লাভ করা এই জলপ্রপাতটি আফ্রিকার দক্ষিণে জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত। আক্ষরিক অর্থে ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান জাম্বিয়ায় হলেও জলপ্রপাতটির মূল সৌন্দর্য উপভোগ করা যায় জিম্বাবুয়ে থেকে।
→ভিক্টোরিয়া জলপ্রপাতটি 108 মিটার উচ্চ এবং 1708 মিটার চওড়া। প্রতি সেকেন্ডে এই জলপ্রপাত দিয়ে 38,430 ঘনফুট জল নিচে গড়িয়ে পড়ে। আর এই হিসেবে এটিকে পৃথিবীর অন্যতম বৃহত্তম জলপ্রপাত বলে গণ্য করা হয়।
1855 সালের 16 নভেম্বর Scottish পর্যটক David Livingston এই জলপ্রপাতটি আবিষ্কার করেন। তিনি ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার সম্মানার্থে এই জলপ্রপাতটির নাম দেন "Victoria Falls". যেখান থেকে লিভিংস্টোন ভিক্টোরিয়া জলপ্রপাত দেখেছিলেন, তা বর্তমানে 'লিভিংস্টোন দ্বীপ' নামে পরিচিত।
→স্থানীয় বাসিন্দাদের কাছে ভিক্টোরিয়া জলপ্রপাত "মসি-ওয়া-তুনয়া" নামেও পরিচিত। এর অর্থ ‘বজ্র সৃষ্টিকারী মেঘ’।
→এই জলপ্রপাত থেকে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জল প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় 10-12 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। এর গর্জন 40 কিমি দূর থেকে শোনা যায়।।

Tuesday 17 March 2015

★UNDERWATER WATERFALL, MAURITIUS ISLAND:→

Mauritius Island আফ্রিকা মহাদেশের 2000 Km দক্ষিণ পূর্বে (মাদাগাস্কার দ্বীপের পূর্বে) ভারত মহাসাগরে অবস্থিত। এই Mauritius Island এর একমাত্র আকর্ষণ হল Underwater Waterfall.

→এই Underwater Waterfall প্রকৃতপক্ষে Waterfall নয়। এটি আসলে আমাদের চোখের ভুল (Optical Illusion)। নীচের ছবিতে যে Unique দৃশ্য দেখা যাচ্ছে তা আসলে বালির (Sand) কারসাজি। সমুদ্র স্রোতের দ্বারা Mauritius Island এর coastal shelf এর বালু কণা গভীর সমুদ্রে বাহিত হয়, যা দেখতে জলপ্রপাতের মতো হয়।।

Saturday 7 March 2015

★ SKY PUNCH→

➫ SKY PUNCH একটি বিরল আবহাওয়া জনিত ঘটনা। তবে, কুসংস্কার আচ্ছন্ন কেউ কেউ একে ” the end of the world” বা পৃথিবীর অবসান বলেও মনে করেন! ইংরেজীতে এর আরও অনেক নাম রয়েছে যেমন- ’Fallstreak Hole,Hole Punch Cloud, Punch Hole Cloud, Canal Cloud বা Cloud Hole.'

➫ ছবিতে মেঘের মাঝে SKY PUNCH আসলে এটি আর কিছুই নয়,অধিক উচ্চতার Cirro-Cumulo-Stratus, যা কিনা উপরে বরফের স্ফটিক তৈরি করে এরপর নিচে মেঘাবরণকে অনেকটা ঘুষির আকারে সরিয়ে দিয়ে একটি গর্ত গঠন করে, যা আসলেই বড় অদ্ভুত। আকাশে এ ধরণের গর্ত তৈরি হয় তখন, যখন মেঘের তাপমাত্রা হিমাংকের নিচে থাকলেও বরফের কণার (Ice Nucleation Particle) অভাবে জল জমাট বাঁধতে পারে না। একে বারজেরন (Bergeron) প্রক্রিয়া বলে, এর জন্য মেঘে চলতে থাকা ডমিনো ইফেক্ট (Domino effect) একেরপর এক সংঘটিত হতে থাকা চেইন বিক্রিয়া ও বন্ধ হয়ে যায় এবং তৈরি হওয়া বরফ স্ফটিকের চারপাশে জল বাষ্পীভূত হয় এবং এভাবে প্রায়ই আকাশে মেঘের মাঝে এমন গর্ত দেখা যায়। নীচে কিছু Wispy গুচ্ছাকারে মেঘ দেখা যায় যেগুলো সম্ভবত ভারী বরফ স্ফটিক মাটিতে পৌঁছার আগেই বাষ্পীভূত হয়ে যায়।

➫ আকাশে বিমান চলাচলের ফলে পাখার পেছনে অতি দ্রুত চাপ কমে গিয়ে এ Skypunch মাঝে মাঝে গঠিত হতে পারে।।

Thursday 5 March 2015

HORIZONTAL FALLS,AUSTRALIA →

Please Like Us on FB - www.facebook.com/allbengeostu
1)
2)
3)

Thursday 26 February 2015

★ LENTICULAR CLOUDS →

Lenticular Clouds ট্রপোস্ফিয়ারে গঠিত হওয়া এক ধরনের লেন্স (Lens) আকৃতির মেঘ। অনেক সময় ইউএফও (UFO) মেঘও বলা হয়।
➫ ভূপৃষ্ঠের ওপর দিয়ে বায়ু যখন কোনো বিল্ডিং বা পাহাড়, পর্বত দ্বারা বাধা প্রাপ্ত হয়, তখন ঐ বাধাপ্রাপ্ত বায়ু অনেক সময় একই স্থানে পাক খেতে থাকে। এই অবস্থায় বায়ুর অংশবিশেষ উপরের দিকে উঠে গিয়ে শীতল হয়ে ঘনীভূত হয়ে এই ধরনের মেঘ তৈরি করতে পারে।
➫ এই ধরনের মেঘ দেখে অনেক সময় UFO দেখা গেছে বলে ভুল হয় এবং অনেকেই দাবী করে বসে যে তারা UFO দেখেছে।

Saturday 21 February 2015

Monday 16 February 2015

★FULL FORMS OF COMPUTER RELATED TERMS:→

*
*HTTP - Hyper Text Transfer Protocol.
* HTTPS - Hyper Text Transfer Protocol Secure.
* IP - Internet Protocol.
* URL - Uniform Resource Locator.
* USB - Universal Serial Bus.
* VIRUS - Vital Information Resource Under Seized.
* 3G - 3rd Generation.
* GSM - Global System for Mobile Communication.
* CDMA - Code Divison Multiple Access.
* UMTS - Universal Mobile Telecommunication System.
* SIM - Subscriber Identity Module.
* AVI = Audio Video Interleave
* RTS = Real Time Streaming
* SIS = Symbian OS Installer File
* AMR = Adaptive Multi-Rate Codec
* JAD = Java Application Descriptor
* JAR = Java Archive
* 3GPP = 3rd Generation Partnership Project
* 3GP = 3rd Generation Project
* MP3 = MPEG player lll
* MP4 = MPEG-4 video file
* AAC = Advanced Audio Coding
* GIF = Graphic Interchangeable Format
* JPEG = Joint Photographic Expert Group
* BMP = Bitmap
* SWF = Shock Wave Flash
* WMV = Windows Media Video
* WMA = Windows Media Audio
* WAV = Waveform Audio
* PNG = Portable Network Graphics
* DOC = Document (Microsoft Corporation)
* PDF = Portable Document Format
* M3G = Mobile 3D Graphics
* M4A = MPEG-4 Audio File
* NTH = Nokia Theme (series 40)
* THM = Themes (Sony Ericsson)
* MMF = Synthetic Music Mobile Application File
* NRT = Nokia Ringtone
* XMF = Extensible Music File
* WBMP = Wireless Bitmap Image
* DVX = DivX Video
* HTML = Hyper Text Markup Language
* WML = Wireless Markup Language
* CD - Compact Disk.
* DVD - Digital Versatile Disk.
* CRT - Cathode Ray Tube.
* DAT - Digital Audio Tape.
* DOS - Disk Operating System.
* GUI - Graphical User Interface.
* HTTP - Hyper Text Transfer Protocol.
* IP - Internet Protocol.
* ISP - Internet Service Provider.
* TCP - Transmission Control Protocol.
* UPS - Uninterruptible Power Supply.
* HSDPA - High Speed Downlink Packet Access.
* EDGE - Enhanced Data Rate for GSM[Global System for Mobile Communication] Evolution.
* VHF - Very High Frequency.
* UHF - Ultra High Frequency.
* GPRS - General Packet Radio Service.
* WAP - Wireless Application Protocol.
* TCP - Transmission Control Protocol
* ARPANET - Advanced Research Project Agency Network.
* IBM - International Business Machines.
* HP - Hewlett Packard.
* AM/FM - Amplitude/ Frequency Modulation.
* WLAN - Wireless Local Area Network

Thursday 12 February 2015

★International Organizations and their Headquartersঃ→

1. UNO - New York
2. UNICEF - New York
3. UNESCO - Paris
4. UNIDO - Vienna
5. WHO - Geneva
6. UNFPA - New York
7. ILO - Geneva
8. IMF - Washington DC
9. WTO - Geneva
10. International Court Of Justice - The Hague
11. International Atomic Energy Agency - Vienna
12. World Bank - Washington D.C.
13. International Committee of the Red Cross -Geneva
14. International Maritime Organisation - London
15. Universal Postal Union - Berne
16. Food and Agricultural Organisation - Rome
17. World Meteorological Organisation - Geneva
18. SAARC - Kathmandu
19. Amnesty International - London
20. Transparency International - Berlin.